বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে মহেশপুরে আলোচনা ও র‌্যালি

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০৯:১০:০২ পিএম

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার সকালে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. হাসিবুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. রাজু আহাম্মেদ, ডা. মনিরুজ্জামান, ডা. নওরিন সুলতানা প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা বলেন বাজারের ঔষদ ব্যবসায়ীরা ডাক্তারের ব্যাবস্থা পত্র বাদেই যে কোনো রোগীকে এন্টিবায়টিক ট্যাবলেট বা এন্টিবায়টিক সিরাফ দেয়া হচ্ছে যা পুরোটাই অপব্যবহার। তাই এসব অপব্যবহার কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরী হয়ে দাঁড়িয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া হলে আগামী ১০ বছরের মধ্যে কত মানুষ প্রাণ হারাবে তা কেউ বলতে পারবেনা।
পরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্স চত্তর থেকে একটি র‌্যালি বের করা হয়।