নড়াইলে লটারির মাধ্যমে আমন ধান ও চাল সংগ্রহ শুরু

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০৫:১৫:১৫ এম

নড়াইল পৌর প্রতিনিধি : নড়াইলে লটারির মাধ্যমে কৃষকের কাছ থেকে সরকারিভাবে আমনধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনলাইন লটারী করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম,জেলার ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা শেখ মনির হাসান,সদর উপজেলাতরুন কান্তি বালা প্রমুখ। কৃষক প্রতিনিধিদের উপস্থিতিতে লটারির মাধ্যমে আবেদনকৃত ৩শ’ ৮৯জন কৃষক নির্বাচিত হন। এ বছর সরকারিভাবে ২৭ টাকা কেজি দরে প্রতিমন ধান ১হাজার ৮০ টাকা এবং ১৬শ’ টাকা মন চাল কিনবে সরকার। ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই সংগ্রহ চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জনপ্রতি কৃষক ৩ মেট্রিকটন ধান সরবরাহ করতে পারবে। আমন মৌসুমে নড়াইল সদর উপজেলায় ১হাজার ১’শ ৪৯ মে.টন ধান এবং ৯শ’৪৯ মে.টন চাল কেনা হবে।