মাগুরায় কোভিড মোকাবেলায় মতবিনিময়সভা

এখন সময়: শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ১০:৪৪:৪৫ এম

মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোভিড-১৯ মহামারী মোকাবেলায় এনজিওদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 
ব্র্যাক মাগুরার সহযোগিতায় জেলা প্রশাসন মাগুরা ও ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (এফএনবি) এ মতবিনিময় সভার আয়োজন করে। 
সভায় জেলা প্রশাসক ড.আশরাফুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কামরুজ্জামান, জেলা সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান, জেলা তথ্য অফিসার রেজাউল করিম,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল ও ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশে খুলনা বিভাগীয় সমন্বয়ক আবু সাঈদ প্রমুখ। সভায় ভিডিও প্রজেক্টের মাধ্যমে জেলার নিবন্ধিত ৪০ স্বেচ্ছাসেবী সংস্থার কোভিড-১৯ এর কার্যক্রমের নানা দিক তুলে ধরেন জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম।
সভায় জানানো হয়, জেলায় কোভিড-১৯ চলাকালে  জেলার ৪০টি এনজিও সংস্থা নানা মুখী কার্যক্রম পরিচালনা করেছে। এ সময় ৯ হাজার ৩৯৬টি পরিবারকে এ সব সংস্থার মাধ্যমে ১ কোটি ২৯ লক্ষ ৯১ হাজার ৫শ’ টাকা ও ৮ হাজার ৫৬৭টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে । তাছাড়া এ সময় করোনা সচেতনতায় সাধারণ মানুষের মাঝে মাস্ক,লিফলেট ,হাটে-বাজারে মাইকিং, স্যানিটাইজার বিতরণ করা হয়। ১৭ মাস কোভিড-১৯ চলাকালে জেলায় ১১ হাজার মানুষ আক্রান্ত হয়েছিল বলে এ তথ্য জানানো হয়। 
মতবিনিময় সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ জেলায় ৪০টি এনজিও প্রধান অংশ নেয়।