নড়াইলে পুকুরে বিষ প্রয়োগ

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০২:০৯:১২ পিএম

নড়াইল পৌর প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের পশ্চিমপাড়ার প্রবীণ আইনজীবী শেখ নুর মোহাম্মদের বাড়ি সংলগ্ন পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ মরে গেছে। প্রতিবেশিরা কেউ শত্রুতাবশত এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানিয়েছেন। কালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) গাজী শাহাবুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
আইনজীবী শেখ নুর মোহাম্মদ জানান, তার ছেলে রেজানুর রহমান যশোরের চাঁচড়া থেকে দেশীয় বিভিন্ন প্রজাতি রুই, কাতলা, মৃগেল, পুটি ও কার্প জাতীয় মাছের পোনা এনে বাড়ি সংলগ্ন পুকুরে মাছের চাষ শুরু করেন। মাছগুলি বড় হয়ে উঠেছিল। রোববার  গভীর রাতে কে কারা পুকুরে বিষ বা  অ্যান্টি অক্সিজেন ট্যাবলেট প্রয়োগের ফলে মাছগুলি মরে ভেসে উঠে।