বঙ্গবন্ধুর বায়োপিকে টিক্কা খানের চরিত্রে জায়েদ খান

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ১২:০২:২৯ পিএম

বিনোদন ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রে একাত্তরে বাংলাদেশে হত্যাযজ্ঞ চালানো লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানের চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক জায়েদ খান।
সোমবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসিতে) আনুষ্ঠানিকভাবে এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  এ সিনেমায় অভিনয়ের জন্য তাকে পারিশ্রমিক দেওয়া হলেও বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে পারিশ্রমিক ফিরিয়ে দিয়েছেন। প্রতীকী হিসেবে মাত্র ১ টাকা পারিশ্রমিকে চুক্তি সেরেছেন তিনি।
“বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করার সবার স্বপ্ন থাকে। সব সিনেমা মুছে গেলেও এই সিনেমা মুছে যাবে না। মুম্বাইয়ে গিয়ে অডিশন দিয়ে নির্বাচিত হয়েছি। টিক্কা খানের চরিত্রে অভিনয় করছি।”
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বিগ বাজেটের চলচ্চিত্রটি নির্মাণ করছেন বলিউডের নির্মাতা শ্যাম বেনেগাল।
২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় সিনেমার ৮০ ভাগ দৃশ্যধারণ করা হয়েছে।
শেষভাগের দৃশ্যধারণে অংশ নিতে ১৭ নভেম্বর ঢাকায় এসেছেন বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল, তার সঙ্গে সিনেমার কাস্টিং ডিরেক্টর শ্যাম রাওয়াতসহ আরও কয়েকজন এসেছেন।
রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সিনেমার দৃশ্যধারণ শুরু হয়েছে; ৫ ডিসেম্বর থেকে শুটিংয়ে যোগ দেবেন জায়েদ খান।
সেপ্টেম্বরে বাংলাদেশে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও করোনাভাইরাস মহামারীর কারণে তা পেছানো হয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক এফডিসির এক কর্মকর্তা জানান, তেজগাঁওয়ের পুরানো বিমানবন্দরসহ ঢাকার বেশকিছু এলাকায় চলচ্চিত্রটির দৃশ্যধারণ হবে।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বিগ বাজেটের চলচ্চিত্রটি আগামী বছরের মার্চে সিনেমাটি মুক্তি পাবে বলে জানান ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর।
এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ। বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ আরও অনেকে এতে অভিনয় করছেন।