ডুমুরিয়ায় নদীর তীরে পূণ্যস্নানে ভক্তের ঢল

এখন সময়: বুধবার, ১৭ এপ্রিল , ২০২৪, ০২:১৮:১৯ এম

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি  : জাগতীক পাপ মোচনের আশা নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পূন্যস্নানের মধ্যদিয়ে খুলনার ডুমুরিয়ায় শেষ হয়েছে রাস পূজা। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে জিয়ালতলা মঠস্থ তেলিগাতী নদীর তীরে শ’শ’ পূণ্যার্থীদের ভিড় জমে। পাপ মুছে পবিত্র হওয়ার ব্রত নিয়ে ভক্তরা নদীর জলে আগরবাতি, ফুল, ধান, দূর্বা, হরিতকী, ডাব, কলা, তেল ও সিঁদুর অর্পণ করে পূন্যস্নান করেন। 
জিয়ালতলা মহামায়া আশ্রমের আয়োজনে তেলিগাতি নদীর তীরে অনুষ্ঠিত গঙ্গাপূজায় সকাল ৭টা থেকে পূণ্যর্থীদের ভীড় জমতে থাকে। পূজা অর্চনা শেষে ভক্তরা নদীতে স্নান করে প্রসাদ পেয়ে তবে গন্তব্যে ফেরেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আশ্রমের কর্তা নারায়ন চন্দ্র গোস্বামী। অনুষ্ঠানে শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য, খুলনা জেলা পরিষদের সদস্য শোভা রানী হালদারসহ ভক্তবৃন্দ বক্তব্য প্রদান করেন। এছাড়া বান্দামধ্যপাড়া শিবমন্দির, বালিয়াখালি মহাশ্মশান, খরেরাবাদ, বৈঠাহারা, চিত্রামারী, ঝরঝরিয়া, কৃষ্ণনগর, হাজিবুনিয়া, মির্জাপুর, গুটুদিয়া, কুলটিসহ বিভিন্ন এলাকায় গঙ্গাপূজাসহ পূণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে।