ডুমুরিয়ায় আওয়ামী লীগের ১১ নেতা বহিষ্কার

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০৪:৫৪:৫২ এম

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি  : খুলনার ডুমুরিয়ায় গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ডুমুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহনওয়াজ হোসেন জোয়াদ্দারের নৌকা প্রতীকের বিরুদ্ধে এবং দলীয় নির্দেশ উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে অবস্থান করায় ডুমুরিয়া সদর ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের ১১জন নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এরা হলেন, ২নং ওয়ার্ডের সভাপতি খান নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আজাহারুল ইসলাম গাজী, ৩নং ওয়ার্ডের সভাপতি আবুল কালাম সরদার, ৭নং ওয়ার্ডের সহ-সভাপতি নজরুল ইসলাম সরদার ও সাংগঠনিক সম্পাদক লাভলু সরদার, ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক খান রকিবুল ইসলাম এবং ডুমুরিয়া ইউনিয়নে মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সরদার, কৃষি বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম খান ও সদস্য আবু বক্কার খান। গত ১৭ নভেম্বর ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আছফর হোসেন জোয়াদ্দার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। 
উল্লেখ্য, গত ১১ নভেম্বর ডুমুরিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গাজী মোঃ হুমায়ুন কবির চশমা প্রতীকে ৭ হাজার ১২৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহনওয়াজ হোসেন জোয়াদ্দার নৌকা প্রতীকে ৬ হাজার ৪০৮ ভোট পান।