Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাংবাদিক জুয়েলের ওপর হামলার প্রতিবাদে দাকোপে মানববন্ধন

এখন সময়: বুধবার, ২ জুলাই , ২০২৫, ০৮:৩৯:২২ এম

দাকোপ প্রতিনিধি  : রুপসা উপজেলা সদর ৪ নম্বর টিএস বাহিরদিয়া ইউপি চেয়ারম্যান চিহ্নিত সন্ত্রাসী জাহাঙ্গীর শেখ ও তার ভাই কর্তৃক বিএফইউজে, ডিইউজে) , সাব এডিটর কাউন্সিলের সদস্য, দৈনিক আজকের সংবাদের সিনিয়র রিপোর্টার সাংবাদিক বুদ্ধদেব হালদার জুয়েলের ওপর সস্ত্রাসী হামলার প্রতিবাদে দাকোপ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় দাকোপ প্রেসক্লাবের সামনে প্রেসক্লাবের সহসভাপতি কুমারেশ বিশ^¦াসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাফ্ফার হোসেনের পরিচালনায় মানববন্ধন প্রতিবাদ সভায় বক্তৃতা করেন দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, জি.এম রেজা, সাবেক আহবায়ক গোবিন্দ বিশ^াস, বিধান চন্দ্র ঘোষ, গাজী আবুল বাশার, জাহিদুর রহমান সোহাগ, পারুল বেগম, মামুনুর রশিদ, মজনু ফকির, গোলাম রসুল সানি, ফারুক গাজী, নূর মোহাম্মদ, মনির হোসেনসহ আরো অনেকে। মানববন্ধনে বক্তারা প্রতিহিংসা পরায়ন হয়ে সাংবাদিক জুয়েলের উপর হামলার ঘটনায় নিয়মিত মামলা গ্রহণসহ ঘটনায় জড়িত সকল সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবি জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)