মোংলা বন্দরে জাহাজ ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

এখন সময়: বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৯:২৩:০৩ পিএম

এরশাদ হোসেন রনি, মোংলা : মোংলা বন্দরের পশুর নদীর হারবাড়িয়া এলাকায় বাণিজ্যিক জাহাজের ধাক্কায় কয়লাবাহী বাল্কহেড জাহাজ ডুবির ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী হারবার মাষ্টার আমিনুর রহমানকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। 
কমিটির অন্য দুই সদস্য হচ্ছে মোংলা বন্দর কতৃপক্ষের সিনিয়র পাইলট রিয়াজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী (নৌ নির্মাণ) অনুপ চক্রবর্ত্তি। আগামী তিন কার্যদিবসের মধ্যে এ কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে ডুবে যাওয়া বাল্কহেড জাহাজ এর মধ্যে থেকে জাহাজের চালক মহিউদ্দিন ও নূর ইসলামের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। বাকি  লাশের আশা ছেড়ে দিয়ে বুধবার দুপুরে উদ্ধার অভিযান শেষ করেছে কোষ্টগার্ড। 
উল্লেখ্য, সোমবার (১৫ নভেম্বর) রাতে মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজের ধাক্কায় প্রায় সাড়ে ৩শ’ মেট্রিকটন কয়লা নিয়ে (এমভি ফারদিন-১) নামের একটি বাল্কহেড জাহাজ ডুবে যায়। এতে জাহাজটিতে থাকা পাঁচ জন নিখোঁজ হয়।