যশোর আন্তঃউপজেলা ফুটবলের সেমিফাইনালে বাঘারপাড়া

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ১১:৫১:৫৪ পিএম

ক্রীড়া প্রতিবেদক : ১৫ দিন বিরতির পর বুধবার থেকে আবারও শুরু হয়েছে আন্তঃউপজেলা অনূর্ধ্ব-১৫ (বালক) ফুটবল প্রতিযোগিতা। দিনের একমাত্র খেলায় জয় পেয়েছে বাঘারপাড়া উপজেলা দল। এ জয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে জায়গা করে নিলো তারা। গতকাল বিকেলে স্থানীয় শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বাঘারপাড়া ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে  শার্শা উপজেলা দলতে। শার্শা উপজেলা দল প্রথমে গোল পেলেও পরাজিত হয় এ ম্যাচে। শার্শা উপজেলা দলের তানভীর ম্যাচের ১০ মিনিটে একটি গোল করে দলকে ১-০ তে এগিয়ে নেন। এ গোলের লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি শার্শা একাদশ। দুমিনিট পর (ম্যাচের ১২ মিনিটে) বাঘারপাড়া উপজেলা দলের সাইমন একটি গোল করে দলকে ১-১ এ সমতায় ফেরান। ১৮ মিনিটে সাকিবের গোলে ২-১ এ এগিয়ে যায় বাঘারপাড়া উপজেলা দল। লিড ধরে রেখে বিরতিতে যায় বাঘারপাড়া। বিরতির পরে খেলায় সমতা ফেরাতে একের পর এক আত্রমণ করে শার্শা উপজেলা দলের খেলোয়াড়রা। তবে বাঘারপাড়ার ডিফেন্সের খেলোয়াড়দের তৎপরতায় আর গোল করতে পারেনি শার্শা উপজেলা দল। দ্বিতীয়ার্ধের খেলায় আর কোনো দল গোল করতে পারেনি। শেষ পর্যন্ত শার্শা উপজেলা দলের বিরুদ্ধে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাঘারপাড়া উপজেলা দল। যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও আর এম এস মেডিকেল ডিভাইচ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং ফুটবল পরিষদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে এ প্রতিযোগিতা । প্রতিযোগিতায় আংশ নিচ্ছে জেলার সকল উপজেলা দল। আর নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এ প্রতিযোগিতা।
আাজকের খেলায় মুখোমুখি হবে অভয়নগর ও মণিরামপুর উপজেলা দল। আগামী ২১ নভেম্বর প্রথম ও ২৩ নভেম্বর প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ফাইনাল খেলার তারিখ পরে জানানো হবে বলে জানান আয়োজকরা।