এবারও হবে না রাস মেলা

এখন সময়: বৃহস্পতিবার, ২৮ মার্চ , ২০২৪, ০৪:১৬:৫৩ পিএম

বাগেরহাট প্রতিনিধি: প্রতি বছরের মত এবছরও সুন্দরবনের দুবলার চরে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান রাস পূণ্যস্নান অনুষ্ঠিত হবে। তবে এ উপলক্ষ্যে কোনো মেলা হবে না। মঙ্গলবার বাগেরহাট জেলা প্রশাসকের  সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

প্রতি বছর রাস পূর্ণিমায় সুন্দরবনের দুবলার চরে সনাতন ধর্মাবলম্বীরা পূণ্যস্নান করেন। এ উপলক্ষ্যে মেলা হওয়ার প্রচলন ছিল। গত বছর করোনা পরিস্থিতির কারণে ধর্মীয় অনুষ্ঠান হলেও মেলা হয় নি। তারই ধারাবাহিকতায় এবছরও কোনো মেলার আয়োজন করা যাবে না  বলে সংশ্লিষ্টদের জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিজুর রহমান। মঙ্গলবার জেলা ম্যজিস্ট্রেটের  সভাপতিত্বে সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রিজাউল করিম, পুর্ব সুন্দরবন বিভাগের ডিএফও মুহাম্মদ বেলায়েত হোসেন, সামাজিক বন বিভাগের ডিএফও এস এম সাজ্জাদ হোসেন, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, জাতীয় রাস উৎসবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ বসু সন্তুু প্রমুখ। উল্লেখ্য আগামী ১৮ ও ১৯ নভেম্বর সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব অনুষ্ঠিত হবে।