বাগেরহাটে গণপ্রকৌশল দিবস পালিত

এখন সময়: শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ০৭:০৯:০৪ এম

বাগেরহাট প্রতিনিধি: ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) বাগেরহাট জেলা শাখা আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাগেরহাটে গণপ্রকৌলে দিবস ও ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনাসভা ও র‌্যালি।

সকালে সংগঠনের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। ফিতা কেটে এ র‌্যালির উদ্বোধন করেন বাগেরহাট প্রেসক্লাবের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক। র‌্যালিতে বিভিন্ন প্রকৌশল বিভাগে ডিপ্লোমা প্রকৌশলী, সরকারি/বেসরকারি পলিটেকনিক ইনিস্টিটিউটের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ অংশ গ্রহণ করেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় তাদের কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন বাগেরহাট জেলা আইডিইবির সভাপতি খন্দকার আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, অর্থ সম্পাদক আহসান উল আলম, বাগেহাট প্রেসক্লাবের সাবেক সহসভাপতি মোল্লা আব্দুর রব, সদস্য প্রকৌশলী সনৎ কুমার সাহা, প্রান্ত রাহা, হুমায়ুন কবীর, সব্যসাচী রায়, অঞ্জন কুমার, মোঃ জিল্লুর রহমান, মোঃ আল আমীন খান, নির্বাহী প্রকৌশলী রঞ্জন কান্তি গুহ প্রমুখ।্