বাঘারপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০২:২৯:৩৯ পিএম

বাঘারপাড়া প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদফতরের হলরুমে এসব উপকরণ বিতরণ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মিল্টন বৈরাগী। এসময় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা ও মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা রাণী বিশ্বাস। ২০২১-২২ অর্থবছরে রবি মৌসুমে উপজেলায় ২ হাজার ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।  চলতি মৌসুমে উপজেলার ২০০ জন কৃষকের মাঝে বিঘা প্রতি ২০ কেজি গম, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি, ২০০ জন কৃষকের মাঝে ২ কেজি ভুট্টা বীজ এবং ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ৬৩০ জন কৃষকের মাঝে বিঘা প্রতি ১ কেজি সরিষা এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ১০ জন কৃষকের মাঝে বিঘা প্রতি ১ কেজি সূর্যমুখী বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ৯০০ জন মসুর চাষীর জন্য ৫ কেজি করে বীজ এবং ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি, ৩০ জন কৃষকের মাঝে বিঘা প্রতি মুগ কলাই বীজ ৫ কেজি এবং ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি, ৫০ জন কৃষকের মাঝে বিঘা প্রতি শীতকালীন পেঁয়াজ বীজ ১ কেজি এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।