বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনাও মানুষের সেবায় নিয়োজিত : সালাম মূর্শেদী এমপি

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ১২:০৩:৫১ পিএম

রূপসা প্রতিনিধি : খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, বঙ্গবন্ধুর মতো দেশরতœ শেখ হাসিনাও মানুষের সেবায় প্রতিনিয়ত ব্যস্ত থাকেন। তিনি বিশে^র সাথে তাল মিলিয়ে চলার জন্য যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। এমপি সালাম মূর্শেদী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ১৯৭১ সালের পর মাত্র সাড়ে ৩ বছরে বাংলাদেশের সংবিধান রচনা করে তা বাস্তবায়ন করে সর্বস্তরে প্রশংসা অর্জন করে ছিলেন। কিন্তু তার ভাগ্যে সোনার বাংলা গড়ার সময় মেলেনি। সেনাবাহিনীর একদল বিপথগামী সৈন্যরা তাকে স্বপরিবারে হত্যার মধ্যে দিয়ে এ দেশ থেকে আওয়ামী লীগের কর্মকাণ্ড সর্বস্তরে মুছে ফেলার অপচেষ্টায় লিপ্ত হয়েছিল। কিন্তু বর্তমান শেখ হাসিনা সরকার সেই মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়ন পূর্বক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। এ কারণে সকল ধরনের দ্বিধা দ্বন্দ্ব ভুলে ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে দেশ সেবায় সকলকে এগিয়ে আসতে হবে। মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ এর রূপসা উপজেলায় উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

শনিবার সকাল ১০ টায় সামন্তসেনা নতুনহাট মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার। বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন এর মেজর আব্দুল কাদের, এমপি পত্মী সারমিন সালাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সা: সম্পাদক সরফুদ্দিন বিশ^াস বাচ্চু, রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা, মি. বাংলাদেশ আজাদ আবুল কালাম,  রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, অফিসার ইনচার্জ (তদন্ত) সরদার ইব্রাহিম হোসেন সোহেল, জেলা আওয়ামী লীগ সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল।

জেলা আওয়ামী লীগ সদস্য অধ্যক্ষ ফ ম আ: সালামের পরিচালনায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ নেতা আ: মজিদ ফকির, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আইয়ুব মল্লিক বাবু, মোল্লা আরিফুর রহমান, মোরশেদুল আলম বাবু, যুগ্ম সা: সম্পাদক ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক চঞ্চল মিত্র, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ইসহাক সরদার, জাহাঙ্গীর শেখ, কামাল হোসেন বুলবুল, সাধন অধিকারী, সাবেক চেয়ারম্যান খান শাহজাহান কবীর প্যারিস, জেলা যুবলীগ নেতা আজিজুল হক কাজল, এবিএম কামরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোতালেব হোসেন, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, নোমান ওসমান রিচি, রবিউল ইসলাম বিশ^াস, আরিফুর রহমান লিটন, সরদার মিজানুর রহমান, বিনয় কৃষ্ণ হালদার, শাহ নিয়াজ মাগদুম, দেলোয়ার হোসেন দিলু, জেলা শ্রমিকলীগ নেতা শেখ মো. মারুফ, শামীম হাসান তুহিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা রুহুল আমিন রবি, রাজিব দাস টাল্টু, যুবলীগ নেতা আশিষ রায়, ফরিদ শেখ, বাদশা মিয়া, শাহনেওয়াজ কবীর টিংকু, মহাসিন পাইক প্রমুখ। ম্যারাথন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এমপি পত্মী সারমিন সালাম।