শোভনায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০৬:৫০:১৯ পিএম

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় শোভনা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুরঞ্জিত বৈদ্য’র কর্মীদের উপর হামলার প্রতিবাদে বুধবার বিকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শোভনা ইউনিয়ন পরিষদের সামনে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমার্থকরা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।   

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শোভনা ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুরঞ্জিত কুমার বৈদ্যের (মটরসাইকেল) কর্মী-সমর্থকরা নির্বাচনী প্রচারণা শেষে শোভনা গায়েরহাটে একটি চায়ের দোকানে বসেন। এ সময় নৌকার কর্মীরা একটি মিছিল নিয়ে পাশ দিয়ে যাচ্ছিলো। এ সময়ে অতর্কিতভাবে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর হামলা চালায়। হামলায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী কুমারেশ বৈদ্য (৪৫), নজরুল ইসলাম ঢালী (৫০), শহিদুল গাজী (৪০) ও বাবুল খান (৩৫)সহ ১০জন আহন হন। এ ঘটনার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুরঞ্জিত কুমার বৈদ্য, আ’লীগ নেতা নওশের বাগাতি, ওহিদুজ্জামান লিপু, অশোক সরকার, কামরুজ্জামান টিপু, শেখ জিল্লুর রহমান, শহীদ দফাদার, রহিম গাজী, বীরেণ শীল, সুব্রত সরদার, সোহেল মোড়ল প্রমুখ।

সমাবেশ শেষে কর্মী-সমর্থকরা মটরসাইকেল প্রতীকের একটি নির্বাচনী মিছিল বের করে। মিছিলটি শোভনা বিরাজময়ী মাধ্যমিক বিদ্যালয় সামনে প্রদক্ষিণ করে গাবতলা মোড়ে একটি পথসভার মধ্যদিয়ে শেষ হয়।