রাজনৈতিক দলে নারী সদস্য বাড়ানোর দাবিতে দাকোপে মানববন্ধন

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৩:২৫:৪৩ পিএম

দাকোপ প্রতিনিধি: দাকোপে  উপজেলা নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্কের উদ্যোগে রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণে সময়সীমা বেধে দেয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় চালনা ডাকবাংলার মোড়ে অপরাজিতা নারী উন্নয়ন ফোরামের সম্পাদক মলিনা জোয়ার্দারের সভাপতিত্বে এবং বীথিকা রায়ের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে ধারনাপত্র উপস্থাপন করেন নারী ফোরামের কোষাধ্যক্ষ কনিকা গোলদার। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক অসিত কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমিন, চালনা পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম মামুনুর রশিদ, অপরাজিতা দানকুমারী, বিজলী বৈদ্য, লতিকা গোলদার, র?ওশনারা ?বেগম।  মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির উপজেলা কমিটির নিকট স্মারকলিপি প্রদান করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহায়তা করেন অপরাজিতা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী কুমারেশ মন্ডল ও মিতা মজুমদার।