সাতক্ষীরায় ‘হৈমন্তী কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত

এখন সময়: বৃহস্পতিবার, ৯ মে , ২০২৪, ০৫:১৬:৩৬ এম

শাকিলা ইসলাম জুঁই, সাতক্ষীরা : সাতক্ষীরা সংস্কৃতির উর্বর ভূমি। এখানে প্রতিভার কোনো অভাব নেই। তাই সাংস্কতিক চর্চা বাড়াতে হবে। যারা জাতীয় পর্যায়ে বিশেষভাবে পরিচিত। তাদের নেতৃত্বে সাংস্কৃতিক কর্মীদের ঘুরে দাঁড়াতে হবে। সাতক্ষীরার বিভীষিকাময় যে অতীত আছে তা সাহিত্য-সংস্কৃতি চর্চার মাধ্যমে মুছে ফেলতে হবে, উত্তরণের পথ বের করতে হবে। সাতক্ষীরা আজমল স্মৃতি সংসদের আয়োজনে শক্রবার সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমানের কবিতা থেকে আবৃত্তি হৈমন্তী কবিতা সন্ধা অনুষ্ঠানে বক্তরা এসব কথা বলেন।

এ সময় বক্তব্য রাখেন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটন প্রমুখ। সাহিত্যের রূপ রস গন্ধ নিয়ে বিশদ আলোচনা করেন কবি শুভ্র আহমেদ, ম্যানগ্রোভ সাহিত্যের সম্পাদক কবি সম তুহিন। আবু আফফান রোজ বাবুর সঞ্চালনায় ‘হৈমন্তী কবিতা সন্ধ্যা’য় কবি শেখ মফিজুর রহমানের কবিতা থেকে আবৃত্তি করেন সাতক্ষীরার সহকারী জজ সালমা আক্তার, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার, আজমল স্মৃতি সংসদের সভাপতি কবি দিলরুবা রুবি, শেখ ফারুকুজ্জামান ডেভিড ও শামীমা পারভীন রতœা।

উপস্থিত দর্শক শ্রোতা, কবি, সাহিত্যিকরাও উপভোগের মাত্রা পেরিয়ে নস্টালজিক হয়ে যান মুহূর্তে। যোজন যোজন উচ্ছ্বাসের স্রোত প্রবাহিত সভাঘরে কবি জীবন বিশেষ করে জন্ম, শৈশব, কৈশোর, শিক্ষা, পরিবার,পরিজন, সাফল্য, সম্ভাবনা, ঘাত-প্রতিঘাত, প্রিয়জনের ভালবাসা, আন্তরিকতা, কর্মক্ষেত্রে চলার পথে কুড়ানো অভিজ্ঞতার অতি সুনিপুন উপস্থাপন করেছেন।