টানা দুই জয়ের পরও আত্মসমালোচনায় বাবর

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ১১:০২:৩৬ পিএম

১৬টি দলের মাঝে সবচেয়ে দুর্দান্তভাবে বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান। প্রথম ম্যাচে ভারতকে ১০ উইকেটে ওড়ানোর পর গতকাল নিউজিল্যান্ডকে হারিয়েছে ৫ উইকেটে। তাদের সেমিফাইনাল প্রায় নিশ্চিত হয়ে গেছে। টানা দুই জয়ের পরও আনন্দে ভেসে যাচ্ছেন না পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সামনে আরও কঠিন ম্যাচ আছে। তার আগে নিজেদের ভুলগুলো সংশোধন করতে চাইছেন বাবর। যদিও তিনি  দলের বোলিং, ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ের প্রশংসা করেছেন।

পেসার হ্যারিস রউফের ক্যারিয়ার-সেরা বোলিংয়ে (২২ রানে ৪ উইকেট) নিউজিল্যান্ডকে ৮ উইকেটে ১৩৪ রানে আটকে রাখে পাকিস্তান। রউফ ছাড়াও স্পিনার ইমাদ ওয়াসিম ২৪ রানে ১ উইকেট নেন। এছাড়া মোহাম্মদ হাফিজ নেন ১৬ রানে ১ উইকেট। ভারত ম্যাচের নায়ক শাহিন শাহ আফ্রিদি ২১ রানে শিকার ধরেন ১টি। তবে বাবর আজম মনে করেন, বোলাররা ১০ রান বেশি দিয়েছেন। 

বাবর বলেন, 'জয় পাওয়া সবসময়ই ভালো। আমরা টুর্নামেন্টে এই আত্মবিশ্বাসকে আরও এগিয়ে নিয়ে যাব। বোলাররা, বিশেষ করে শাহিন ও হ্যারিস খুব কার্যকরভাবে বোলিং করেছে। তবে আমার মনে হয় আমরা ১০ রান বেশি দিয়েছি। কিন্তু ক্রিকেটে এটা হয়ে থাকে। আমরা তাড়াতাড়ি উইকেট হারিয়েছি কিন্তু আমি শোয়েব মালিক এবং আসিফ আলিকে কৃতিত্ব দিতে চাই। আমরা একবারে একটি ম্যাচে ফোকাস করতে চাই এবং খেলার সব বিভাগেই ভালো করতে চাই।'

১৬টি দলের মাঝে সবচেয়ে দুর্দান্তভাবে বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান। প্রথম ম্যাচে ভারতকে ১০ উইকেটে ওড়ানোর পর গতকাল নিউজিল্যান্ডকে হারিয়েছে ৫ উইকেটে। তাদের সেমিফাইনাল প্রায় নিশ্চিত হয়ে গেছে। টানা দুই জয়ের পরও আনন্দে ভেসে যাচ্ছেন না পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সামনে আরও কঠিন ম্যাচ আছে। তার আগে নিজেদের ভুলগুলো সংশোধন করতে চাইছেন বাবর। যদিও তিনি  দলের বোলিং, ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ের প্রশংসা করেছেন।

পেসার হ্যারিস রউফের ক্যারিয়ার-সেরা বোলিংয়ে (২২ রানে ৪ উইকেট) নিউজিল্যান্ডকে ৮ উইকেটে ১৩৪ রানে আটকে রাখে পাকিস্তান। রউফ ছাড়াও স্পিনার ইমাদ ওয়াসিম ২৪ রানে ১ উইকেট নেন। এছাড়া মোহাম্মদ হাফিজ নেন ১৬ রানে ১ উইকেট। ভারত ম্যাচের নায়ক শাহিন শাহ আফ্রিদি ২১ রানে শিকার ধরেন ১টি। তবে বাবর আজম মনে করেন, বোলাররা ১০ রান বেশি দিয়েছেন। 

বাবর বলেন, 'জয় পাওয়া সবসময়ই ভালো। আমরা টুর্নামেন্টে এই আত্মবিশ্বাসকে আরও এগিয়ে নিয়ে যাব। বোলাররা, বিশেষ করে শাহিন ও হ্যারিস খুব কার্যকরভাবে বোলিং করেছে। তবে আমার মনে হয় আমরা ১০ রান বেশি দিয়েছি। কিন্তু ক্রিকেটে এটা হয়ে থাকে। আমরা তাড়াতাড়ি উইকেট হারিয়েছি কিন্তু আমি শোয়েব মালিক এবং আসিফ আলিকে কৃতিত্ব দিতে চাই। আমরা একবারে একটি ম্যাচে ফোকাস করতে চাই এবং খেলার সব বিভাগেই ভালো করতে চাই।'