ইজিবাইক চালককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০৫:৩২:২০ এম

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ইজিবাইক চালককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সদর উপজেলার চন্ডিপুর গ্রামে এ কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ওই যুবকের পরিবারসহ এলাকার শত শত মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, রানার মা রহিমা বেগম, ফুফা নূর মোহাম্মদ, গান্না ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মীর কামরুজ্জামানসহ অন্যরা।

এসময় বক্তারা বলেন, গত রোববার রাত সাড়ে ৭টার দিকে চন্ডিপুর বাজারে ৫ মোটরসাইকেলে ৮/১০ জন লোক এসে ইজিবাইক চালক চন্ডিপুর গ্রামের নূর ইসলাম মীর’র ছেলে রানা মীরকে উঠিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় রানা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এলে অপহরণকারীরা পালিয়ে যায়। সামনে ইউনিয়ন পরিষদ নিবাচন। এই নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থীর নেতৃত্বে এঘটনা ঘটতে পারে। আগামীতে আবারো হামলার আশঙ্কা ও অপহরণ চেষ্টাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা।