আলমডাঙ্গায় বিশ্ব ডিম দিবস পালিত

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৩:৩১:১৩ পিএম

আলমডাঙ্গা অফিস :  বিশ্ব ডিম দিবস উপলক্ষে গতকাল আলমডাঙ্গায় র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। “প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলমডাঙ্গা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে। প্রদক্ষিন শেষে সকাল সাড়ে ১০টায় প্রাণিসম্পদ অফিস হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ হিল কাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ সালমুন আহমেদ ডন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. হাদি জিয়াউদ্দিন, বনিক সমিতির সাধারন সম্পাদক কামাল হোসেন ও প্রধান মন্ত্রীর হাতথেকে পুরস্কার প্রাপ্ত খামারী এমদাদুল হক হিমেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ শরিয়তুল্লাহ। আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় এ সময় বক্তব্য রাখেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল আজম ও বেলগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট খামারী চঞ্চল মাহমুদ।