শালিখায় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনাসভা

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৪:৪৪:১৫ পিএম

শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরা জেলার শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে ‘সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে বুধবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ-উল-হাসান।

বক্তব্য রাখেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মো. কামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, শালিখা থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শ্যামল কুমার দে, সাধারণ স¤পাদক ও আড়পাড়া ইউপি চেয়ারম্যান  আরজ আলী বিশ্বাস, বিআরডিবি শালিখার ইউসিসিএল এর সভাপতি ও ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, পূজা উদযাপন পরিষদের সাধারণ স¤পাদক সীতান চন্দ্র বিশ্বাস, দিপংকর মজুমদার প্রমুখ। এর আগে একই স্থানে অনুষ্ঠিত হয় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আইনশৃংখলা বিষয়ে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।