কলারোয়ায় বিআরডিবিতে শুধু সভাপতি পদে নির্বাচন হচ্ছে

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ০২:০৭:৪৬ পিএম

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় বিআরডিবির নির্বাচনে এবার ৩টি পদে ভোট হওয়ার কথা থাকলেও শুধু মাত্র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উপজেলা বিআরডিবির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম জানান ৮সেপ্টেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র জমা ও যাচাই-বাচাই এর শেষ দিন ছিল। সে অনুযায়ী সভাপতি পদে মশিয়ার রহমান, আব্দুল গফুর ও রকিবউদ্দিন এর মনোনয়ন পত্র জমা ও বৈধতা পাওয়া গেছে। সহসভাপতি পদে আবুল কাশেম ও জুলফিক্কার আলী মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এর মধ্যে আবুল কাশেম মনোনয়ন পত্র জমা দিলেও প্রতিদ্বন্ধী প্রার্থী জুলফিক্কার আলী মনোনয়ন পত্র জমা না দেয়ায় সহসভাপতি পদে আবুল কাশেম বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে আতাউর রহমান, নুর ইসলাম, আলী বক্স, নজরুল ইসলাম, মর্জিনা খাতুন, মনোয়ারা খাতুনের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা ৬জনও বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। এবার শুধু মাত্র সভাপতি পদে ৩ প্রার্থীর  নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৬অক্টোবর সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা বিআরডিবির প্রশিক্ষণ হলরুমে ওই নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে সহযোগিতা করবেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য উপজেলা সমবায় অফিসার আল আমিন ও উপজেলা বিআরডিবির জুনিয়ার অফিসার রাসেল রানা। উল্লেখ্য-উপজেলা বিআরডিবির নির্বাচনে ২৩১জন ভোট প্রয়োগ করতে পারবেন। একটি সূত্রে জানা গেছে ৭ অক্টোবর-২০১৮ সালে উপজেলা বিআরডিবির নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে জয়ী হয়ে সভাপতি নির্বাচিত হন মশিয়ার রহমান। তিনি বর্তমানে সভাপতি দায়িত্ব পলন করে যাচ্ছেন। অপর প্রার্থী আব্দুল  গফুর ৯বার সভাপতি হয়েছেন। তিনি ২৭ বছর ধরে বিআরডিবির সভাপতি ছিলেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী রকিব উদ্দিন তিনি ২বার সভাপতি হয়েছে। ২০০৩সাল থেকে ৯সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন।