কালিগঞ্জ ইসলামী ব্যাংকে সিআরএম মেশিন উদ্বোধন

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০৭:১১:০১ পিএম

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘আর নয় লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা’ ¯েøাগানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কালিগঞ্জ শাখায় সিআরএম মেশিনের উদ্বোধন করা হয়েছে। গ্রাহকদের উন্নত সেবার লক্ষ্য নিয়ে গতকাল বিকেল ৫ টায় শাখা ভবনের নিচতলায় এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোন প্রধান মো. আব্দুস সালাম।

সিনিয়র এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান নূর মোহাম্মদ এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে শাখার ম্যানেজার (অপারেশন্স) আজগর আলী, বিনিয়োগ প্রধান মাহবুবুল আলম, জিবি ইনচার্জ সালাউদ্দীন আহম্মেদসহ সকল কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের গ্রাহক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। শাখা প্রধান মো. নূর মোহাম্মদ জানান, সিআরএম মেশিন সেবা উদ্বোধন হওয়ায় এখন থেকে কালিগঞ্জ শাখার এমএসএস, হজ, মোহর, ওয়াক্ফ হিসাবের গ্রাহকগণ ১৭ সংখ্যার হিসাব নম্বর নিয়ে এটিএম বুথে সিআরএম মেশিনের মাধ্যমে দ্রæত টাকা জমা দিতে পারবেন এবং এটিএম/ডিপোজিট কার্ডের মাধ্যমে সঞ্চয়ী ও চলতি হিসাবধারীগণ টাকা উত্তোলণ, জমা ও অনলাইনে লেনদেন করতে পারবেন। তিনি আরও বলেন, সিআরএম মেশিনে শুধুমাত্র ৫শ’ ও ১ হাজার টাকার নোট  (ছেঁড়াফাটা, ময়লাযুক্ত, অধিক দাগযুক্ত, জাল নোট বাদে) জমা দেয়া যাবে। এর মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর গ্রাহক সেবার মান আরও একধাপ এগিয়ে গেল।