কোটচাঁদপুর পৌর এলাকায় ওএমএস’র ৩শ’ ২২ মে: টন চাল ও আটা বিক্রি

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল , ২০২৪, ০৯:১১:৫২ পিএম

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: কোটচাঁদপুরে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত নি¤œ আয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর সহায়তা হিসাবে স্বল্প মূল্যে ওএমএস কর্মসূচি অব্যাহত রয়েছে। ২৫ জুলাই থেকে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের শ্রমজীবী ও অস্বচ্ছল মানুষের মাঝে ৪ জন ডিলারের মাধ্যমে মাথাপিছু ৫ কেজি চাল ও ৫ কেজি আটা দেয়া হচ্ছে। এখানে প্রতিকেজি চালের দাম ৩০ টাকা ও আটা ১৮ টাকা। শুক্রবার ও সরকারি ছুটি বাদে সপ্তাহে ৬ দিন চাল ও আটা বিক্রি করা হয়। খাদ্যবান্ধব এ কর্মসূচিতে ৪ জন ডিলার প্রতিদিন মোট ৬ টন চাল ও ৪ মে: টন আটা বিক্রি করছেন। করোনার এ দুসময়ে সরকার প্রদত্ত চাল ও আটা মানসম্মত হওয়ায় খেটে খাওয়া সাধারণ মানুষ বেশ খুশি। ক্রেতারা জানান, বাজারে ৫০ টাকার কম দামের চাল খাওয়া যায় না। আটার দামও ৩০ টাকা। কিন্তু সরকারিভাবে দেয়া নামমাত্র মূল্যে চাল ও আটা খাদ্য উপযোগী ও মানসম্মত হওয়ায় আমাদের অনেকটা উপকার হচ্ছে। গত ২৫ জুলাই থেকে ৩১ আগষ্ট পর্যন্ত পৌর এলাকায় ১শ’ ৯৮ মে: টন চাল ও ১শ’ ২৪ মে: টন আটা বিক্রি করা হয়। কোটচাঁদপুর খাদ্য গুদামের ইনচার্জ নাইমুল হাসান মোহাম্মদ আব্দুল্লাহ জানান, সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত ১ সেপ্টেম্বর থেকেও ওএমএস’র চাল বিক্রি চলমান থাকবে। তবে আটা সরবরাহ করা হবে না।