নিজস্ব প্রতিবেদক: প্রকাশ্যে রাস্তায় এক নারীর শ্লীলতাহানীর অভিযোগে মফিজুল ইসলাম ইমন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ইমন শহরের পূর্ব বারান্দীপাড়া মাঠপাড়ার মৃত রবিউল ইসলামের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বুধবার যশোর কোতয়ালি থানায় একটি মামলা করেছেন। বৃহস্পতিবার আটক ইমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মামলার অভিযোগে জানা গেছে, আসামি ঈমানের কাছ থেকে বাকিতে ৭০ হাজার টাকার কাপড় কিনেছিলেন ওই নারীর স্বামী। জামানত হিসেবে তিনি ইমনকে সাক্ষরিত একটি চেক দিয়েছিলেন। টাকা পরিশোধ করতে দেরি হওয়ায় ইমন চেকে ৭ লাখ টাকা লিখে তার স্বামীর নামে মামলা করেন। মামলা তুলে নিতে সুপারিশ করায় ইমন ওই নারীকে কুপ্রস্তাব দেন। গত ১৮ জানুয়ারি বিকেল সাড়ে তিনটার দিকে পূর্ব বারান্দিপাড়া মসজিদের পাশের রাস্তায় ইমনের সাথে দেখা হয় ওই নারীর। এ সময় ইমন তাকে জাপটে ধরে শ্লীলতাহানী ঘটায়। এ সময় চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামি ইমন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই নারীর মামলার অভিযোগে পুলিশ তাকে আটক করেছে।