কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে ১০ দলীয় নির্বাচনী ঐক্যজোট সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোক্তার আলীর সমর্থনে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের পাবলিক ময়দান থেকে ওই মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে পৌরসভা মোড়ে এসে শেষ হয়। পরে ওই স্থানে আলোচনা সভায় পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন যশোর-৬ কেশবপুর আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান সাইদ ও উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম, পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, কর্মপরিষদ সদস্য প্রভাষক আব্দুস সাত্তার, কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু প্রমুখ।