নিজস্ব প্রতিবেদক: প্রেমের ফাঁদে ফেলে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ইফাত খান রুমকি নামে এক যুবতীর বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার শফিকুল ইসলামের ছেলে শাফকাত আল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। আসামি ইফাত খান রুমকি যশোর শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার কাদের মমিনুল হক খানের মেয়ে। মামলার অভিযোগে জানা গেছে, শাফকাত আল ইসলাম ও আসামি রুমকি পুলিশ লাইন কদমতলা এলাকার পাশাপাশি বাড়ির বাসিন্দা। সেই সুবাদে রুমকির সাথে তার পরিচয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে। রুমকি তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন এবং তারা বিভিন্ন জায়গায় বেড়াতে যেতেন। এরই মধ্যে রুমকির পিতা অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য গত বছরের ১৪ মার্চ তার কাছ থেকে ২ লাখ টাকা ধার নেন। এরপর বিশেষ প্রয়োজনে একই বছরের ২৪ জুন আরও দেড় লাখ টাকা ধার নেন রুমকি। এ সময় রুমকি ৩ মাসের মধ্যে ধার নেওয়া সাড়ে ৩ লাখ টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ৩ মাস পার হয়ে গেলেও ধারের টাকা পরিশোধ না করে রুমকি টালবাহনা শুরু করেন। এক পর্যায়ে রুমকি টাকা ফেরত দিতে অস্বীকার করেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে প্রতারণার অভিযোগে তিনি আদালতে এ মামলা করেছেন।