বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ১১ কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন (৫৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার রাতে আটক মাদক কারবারী আনোয়ার হোসেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের আব্দুল হাকিমের ছেলে। বাগেরহাটের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট কেন্দ্রীয় বাস টামিনালে ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। ওই বাসের বাঙ্কার থেকে একটি কালো ব্যাগে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারী আনোয়ার হোসেনকে আটক করা হয়। সে বাগেরহাটের কচুয়ার এক মাদক কারবারির কাছে সরবরাহের জন্য ঢাকা থেকে ১১ কেজি গাঁজা এনেছিল। মূলত কুমিল্লা-ব্রাক্ষ্মণবাড়িয়া সীমান্ত থেকে গাঁজা সংগ্রহ করে একটি চক্র ঢাকায় মজুত করে রাখে। পরবর্তীতে সুযোগ অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে তারা সরবরাহ করে। আনোয়ার এই মাদক কারবারি এই চক্রের সদস্য। তার সাথে অন্য জড়িতদের বিরুদ্ধে, তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।