Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লোহাগড়ায় গণভোটে অংশগ্রহণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক উঠান বৈঠক

এখন সময়: রবিবার, ১৮ জানুয়ারি , ২০২৬, ০১:৩৩:২৬ পিএম

ফরহাদ খান, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন এলাকায় ‘গণভোটে অংশগ্রহণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক উঠান বৈঠক’ অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে শনিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নলদীর ব্র্রহ্মণীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা, খুলনার পরিচালক মোহাম্মদ আবুল কালাম। পরিবার পরিকল্পনা অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক আলিফ নূরের সভাপতিত্বে সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন-খুলনার উপ-পরিচালক আকিব উদ্দিন, লোহাগড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহম্মেদ প্লাবনসহ অনেকে। বক্তারা বলেন-আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটের পাশাপাশি গণভোটে অংশ নেয়ার জন্য সবাইকে সচেতন হতে হবে। গণভোট ২০২৬ সংসদ নির্বাচনে দেশের চাবি আপনার হাতে। এজন্য সবাইকে উদ্বুদ্ধ করতে হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)