দাকোপ প্রতিনিধি : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী দাকোপে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। শনিবার বেলা ১২ টায় দাকোপ উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি জামায়াত কর্মিদের সততা দেশ প্রেম ও ন্যায় নিষ্ঠার কথা তুলে ধরে বলেন, আসন্ন নির্বাচনে আমি নির্বাচীত হতে পারলে এ অঞ্চলের দীর্ঘদিনের অবহেলা বঞ্চনার অবসান ঘটানোর পাশাপাশি ঘুষ দুর্নীতি লুটপাট চাঁদাবাজি নির্মূল করবো। অতীতের রাজনীতির ধারা পরিবর্তন করে এই জনপদকে সম্প্রীতি আর শান্তির জনপদে পরিনত করবো। দাকোপ উপজেলা জামায়াতের ব্যবসায়ী সংগঠনের সভাপতি আলহাজ্ব জি এম ইমদাদুল হকের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক আল আমিন গোলদার, চালনা পৌরসভা জামায়াতের আমির হাফেজ নজরুল ইসলাম ও দাকোপ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ নূরনবী ঢালী। একই স্থানে বেলা ২ টায় উপজেলা জামায়াত আয়োজিত উপজেলার হিন্দু ধর্মীয়নেতা পুরোহিতদের এক সভায় কৃষ্ণ নন্দী প্রধান অতিথির বক্তৃতা করেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের সহসাধারণ সম্পাদক মাহবুব আলম মিলন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আকতারুজ্জামান।