Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দেবহাটায় পুলিশ সুপার আরেফিন জুয়েলের মতবিনিময়

এখন সময়: মঙ্গলবার, ১৩ জানুয়ারি , ২০২৬, ০৭:৫৬:০৪ এম

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি :সাতক্ষীরা পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ব্যবসা বন্ধ, ভূমিদস্যু নির্মূলসহ সকল প্রকারের শান্তিশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। ছাত্র জনতার বিপ্লবের কারণে আজকে যে বাংলাদেশ, সেই দেশকে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গঠনকল্পে আমরা সম্মিলিতভাবে কাজ করবো। পুলিশ সুপার সোমবার বিকাল ৪টায় দেবহাটা থানা পুলিশ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখাকালে উপরোক্ত কথাগুলো বলেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম রাজু আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার ও সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল বায়েজিদ ইসলাম। বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সখিপুর ইউনিয়ন জামায়াতের সাধারন সম্পাদক আফছার আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবিদ হাসান তানভির, মীর আরিফুল ইসলাম, বিএনপির মহিলা দলের নেত্রী বিউটি পারভিন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)