মণিরামপুর (যশোর ) প্রতিনিধি: মণিরামপুরের কপালিয়া বাজারে বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ বৈরাগীকে (৪৫) হত্যায় অজ্ঞাতনামা আসামি করে মঙ্গলবার মণিরামপুর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। রানার প্রতাপের বাবা তুষার কান্তি বৈরাগী বাদী হয়ে এ মামলা করেন। মামলা নম্বর ১৪। অপরদিকে এখন পর্যন্ত হত্যার কারণ জানতে পারেনি পুলিশ এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, রানা প্রতাপ বৈরাগীর হত্যার কারণ এখনও উদঘাটন করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। এ হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। ময়না তদন্তের পর রানার মৃতদেহ স্বজনরা মঙ্গলবার সন্ধ্যার দিকে স্থানীয় আড়ুয়া শ্মশান ঘাটে সৎকার করেছে। যশোরের মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমদাদুল হক বলেন, রানা প্রতাপ বৈরাগী হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে। আশা করছি, আজকের মধ্যে এ হত্যার কারণ উদঘাটন সম্ভব হবে। এদিকে খুনিদের ধরতে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, ডিবি ও পুলিশের একাধিক টিম এক যোগে কাজ করছে বলে জানা গেছে। নিহতের স্ত্রী সীমা বৈরাগী জানান-কপালিয়া বাজারে তার স্বামীর বান্ধবী ঝুমুর মন্ডলের রয়েছে ঝুম বিউটি পার্লার। ঝুমুর মন্ডলের সাথে রানার ঘনিষ্ঠতা রয়েছে। তাদের এ ঘনিষ্ঠতার খবর জানাজানি হলে ঝুমুরের সাথে তার স্বামীর বিরোধ বাঁধে। প্রায়ই রাতে ঝুমুর মন্ডল মোবাইল ফোনে তার স্বামীর সাথে ঝগড়া করতো-এমনকি জীবননাশেরও হুমকি দিতো। সীমার ধারণা এ হত্যাকাণ্ডে ঝুমুরের হাত থাকতে পারে। আর এ বিষয়টি সীমা বৈরাগী পুলিশকে অবহিত করেছেন। তবে পুলিশ এ ঘটনা শোনার পর ঝুমুরকে জিজ্ঞাসাবাদ করে। ওসি রজিউল্লাহ খান জানান, তদন্তের স্বার্থে ঝুমুরসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনও কোনো তথ্য উদঘাটন করা সম্ভব হয়নি। রানা প্রতাপ বৈরাগী ইতোপূর্বে চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির মৃনাল গ্রুপের আঞ্চলিক নেতা ছিলেন। তার বিরুদ্ধে নওয়াপাড়ার শ্রমিক নেতা ওলিয়ার রহমান হত্যাসহ তিনটি মামলা রয়েছে কেশবপুর থানায়। মনোহরপুর ইউপি চেয়ারম্যান আকতার ফারুক মিন্টু জানান, ইতোপূর্বে রানা চরমপন্থি নেতা থাকলেও বছর দুয়েক আগে সে স্থানীয় যুবলীগ নেতাকর্মীদের ছত্রছায়ায় থেকে কপালিয়া বাজারে বরফকলের ব্যবসা করতেন। রানার রয়েছে কয়েকটি ঘের। সে কাটাখালি মৎস্য আড়তৎদার মালিক সমিতির সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবরের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব নেন সম্প্রতি। গত সোমবার সন্ধ্যায় উপজেলার কপালিয়া বাজারে নিজ বরফ কলে বসে থাকাকালিন মোটরসাইকেল যোগে তিন যুবক এসে তাকে ডেকে নিয়ে পাশের একটি গলির মধ্যে মাথায় পিস্তল ঠেকিয়ে কয়েক রাউন্ড গুলি করে। এতে রক্তাক্ত নিথর দেহটি মাটিতে লুটিয়ে পড়ে। মৃত্যু নিশ্চিত করতে সন্ত্রাসীরা রানার গলা কেটে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।