প্রেসবিজ্ঞপ্তি : মানুষের স্পন্দনে সমাজ পরিবর্তনের অঙ্গীকার’-এই শ্লোগানকে সামনে রেখে যশোরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন সামাজিক সংগঠন ‘পিপলস পালস্ এসোসিয়েশন’। সম্প্রতি যশোর শহরের আঞ্জুমান আরা একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী নানাবিধ সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনটির অভিষেক ঘটে। ?সংগঠনটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ নাফিস আনজুম রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সহ-সভাপতি আকবর হোসেন খোকন। ?আয়োজকরা জানান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের পরামর্শ ও অনুপ্রেরণায় ছাত্র-জনতার সমন্বয়ে এই সংগঠনটি গঠিত হয়েছে। উদ্বোধনী দিনের কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপণ, স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম, ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ?অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইয়াভ ফাউন্ডেশন এর চেয়ারম্যান রোহিত রায় । য় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি নেতা আলী আহসান মদন, শাহ জালাল ফন্টু, মনিরুল ইসলাম পিন্টু, ইয়াসির হাসান রেইন, ডা. মীর সাজিদ ও তসলিম হোসেনসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে শিশু শিল্পী ঋদ্ভিক রায়ের আবৃত্তি ও আলভি অরনির সংগীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল ‘মোবাইল বাজার যশোর’।