জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জীবননগর উপেজলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জীবনননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমীন। স্বাগত বক্তব্য দেন জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন। কৃষি অফিসার মো. আলমগীর হোসেন বলেন, নতুন নীতিমালায় স্বচ্ছ দরপত্র, ডিজিটাল নজরদারি, ডিলার নিয়োগে নতুন যোগ্যতা নির্ধারণ, এক পরিবারে একাধিক ডিলারশিপ নিষিদ্ধকরণ এবং সাব-ডিলার প্রথা বাতিলের মতো বড় পরিবর্তন আনা হয়েছে। এ নীতিমালার মূল লক্ষ্য সিন্ডিকেটভিত্তিক নিয়ন্ত্রণ ভাঙা।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা সমবায় কর্মকর্তা নূর আলম, জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক রিপন হোসেনসহ সার ডিলারেরা।