Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আলমডাঙ্গায় বেকারি কারখানায় মেশিনে হাত আটকে শিশু শ্রমিকের মৃত্যু

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর , ২০২৫, ১০:২৩:৫৮ এম

আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা আনন্দধাম ক্যানেল পাড়ার ভাই বোন বেকারি কারখানায় সোহান নামের এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১২ টার দিকে বেকারিতে খুমির মাখানো মেশিনে হাত আটকে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আলমডাঙ্গা আনন্দধাম এলাকার মৃত মান্নান হোসেনের ছেলে নাশির উদ্দিন গত ২ মাস আগে ভাই বোন বেকারি নামে একটি কারখানা গড়ে তোলেন। নীলফামারি জেলার চাপড়া থানার চেয়ারম্যান পাড়া থেকে কাশেম আলীর ছেলে আদর আলী ও মনিরুলের ছেলে সোহান (১৪) কাজের সূত্রে আলমডাঙ্গায় নাসির উদ্দিনের ভাই বোন বেকারিতে আসে। এদিন কারখানায় খুমির মাখানো মেসিনে অসাবধানবশত হাত আটকে রক্তক্ষরণে মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার মুহূর্তটি ছিল এতটাই ভয়াবহ যে অন্য শ্রমিকরা কিছু বুঝে ওঠার আগেই ঘটনাস্থলেই নিথর হয়ে পড়েন কিশোরটি। মৃত সোহানের মামাতো ভাই আদর বলেন- দুই মাস হল আমরা আলমডাঙ্গায় কাজে এসেছি। আজ ১২ টার দিকে ময়দার খামির মাখানো মেশিনে ছুরি দিয়ে খামিরের দলা ছুড়িয়ে দিতে গেলে মেশিনে হাত আটকে যায়। আমরা দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিই। কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়ে যায়। কারখানায় মালিক নাশির উদ্দিন বলেন দক্ষ শ্রমিক হিসেবে তাদের বয়স অল্প হলেও কাজে নিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে মেশিনে হাত আটকে পড়ে তার মৃত্যু হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)