জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের পুরাতন লক্ষ্মীপুর পশ্চিম পাড়ায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম উজির (৫০)। তিনি মৃত রহিম শেখের পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানা পুলিশের একটি বিশেষ টিম উজিরের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার দাস বলেন, লক্ষ্মীপুর গ্রাম দীর্ঘদিন ধরেই মাদকদ্রব্য কেনাবেচার আখড়া হিসেবে পরিচিত। মাদক নিয়ন্ত্রণে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। এর অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আটক উজিরকে জীবননগর থানা হাজতে রাখা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।