দেবহাটার বিনোদন প্রেমীদের জন্য উন্মুক্ত হলো রুপসী ম্যানগ্রোভ

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ০৫:৫৯:০৯ এম

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটার রুপসী ম্যানগ্রোভ পিকনিক স্পটটি প্রশাসনের নির্দেশনায় দীর্ঘদিন পরে বিনোদন প্রেমীদের জন্য খুলে দেয়া হলো। করোনা ভাইসরাসের দ্বিতীয় ধাপের কারণে সরকারি নির্দেশনার আলোকে লকডাউনের পাশাপাশি বন্ধ রাখা হয় এই আকর্ষণীয় বিনোদন কেন্দ্রটি। দীর্ঘ লকডাউন শেষে বৃহস্পতিবার থেকে আবারো সকল পর্যটক ও বিনোদন প্রেমীদের জন্য কুলে দেয়া হয়েছে বাংলাদেশ-ভারত সীমান্ত ঘেষা ইছামতির নদীর বুকে অবস্থিত এই বিনোদন কেন্দ্রটি।  ইতোমধ্যে অন্যতম একটি বিনোদন কেন্দ্র রূপে রূপ ধারন করেছে এই রুপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি। তবে গত ঝড়ের কারণে এ বিনোদন কেন্দ্রটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানের অনেক ট্রেইল ভেঙে গেছে এবং অনেক সৌন্দর্য বর্ধন করা অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার রুপসী ম্যানগ্রোভের রূপ ফিরিয়ে আনতে ইতোমধ্যে কাজ শুরু করেছেন। কেন্দ্রটিকে আরো নান্দনিক ও নয়নাভিরাম করে একটি সৌন্দর্যপূর্ণভাবে মানুষের চিত্ত বিনোদনের জন্য গড়ে তুলতে নির্মাণ করা ট্রেইল ও দিঘীতে প্যাডেল বোর্ড দেয়া, পাকা বেঞ্চ নির্মাণ, গাড়ি গ্যারেজ, উপজেলা সদর থেকে রূপসী ম্যানগ্রোভ পর্যন্ত পিচের রাস্তা নির্মাণসহ ক্ষতি হওয়া সকল কিছুর কাজ করা হচ্ছে এবং আরো সুন্দর করার জন্য ম্যানগ্রোভের মধ্যে রাস্তা নির্মাণ, একটি কফি হাউজ নির্মাণ করাসহ বিভিন্ন কাজ চলমান রয়েছে। ভারত-বাংলাদেশ বিভাজনকারী ইছামতি নদীর কুল ঘেঁষে দেবহাটা উপজেলার শীবনগর গ্রামে গত কয়েক বছর আগে মানুষের চিত্ত বিনোদনের লক্ষ্যে দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে সুন্দরবনের আদলে গড়ে তোলা হয় “রূপসী ম্যানেগ্রাভ” বিনোদন কেন্দ্র।