নিজস্ব প্রতিবেদক: যশোরে পার্কে এসে পরকীয়া প্রেমিক-প্রেমিকা একসঙ্গে বিষপান করেছেন। এ ঘটনায় প্রেমিক সাদিকুর রহমানের (২৫) মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সাদিকুর ঝিনাইদহের মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে। তার প্রেমিকা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। খুলনার সোনাডাঙ্গা মডেল থানার এসআই সুমন হালদার এই তথ্য নিশ্চিত করেছেন।
আত্মহনণকারীর স্বজন তরিকুল ইসলাম জানান, সাদিকুর রহমান এক পুত্র সন্তানের জনক। তার সাথে মুঠোফোনে পরিচয় হয় ঝিনাইদহ উপজেলার কোটচাঁদপুর উপজেলার মুরুচিয়া গ্রামের স্বামী পরিত্যক্তা এক নারীর (২০)। কথোপকথনের মধ্যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে সাদিকুর রহমানের পরিবারে অশান্তি শুরু হয়। প্রেমিক যুগল ১২ নভেম্বর বাড়ি থেকে বের হন। এরপর থেকে পরিবারের সাথে কোন যোগাযোগ ছিল না। তাদের ব্যবহৃত মুঠোফোনের নম্বরও বন্ধ ছিল।
১৩ নভেম্বর বৃহস্পতিবার তারা যশোর শহরতলী শানতলার বিনোদিয়া ফ্যামিলি পার্কে বেড়াতে আসেন। সেখানে একসঙ্গে বিষপান করেন। পার্কে উপস্থিত দর্শনার্থীরা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মেডিসিন ওয়ার্ডে দায়িত্বরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য সাদিকুর রহমানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় সাদিকুরের মৃত্যু হয়। রাত ৮ টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
তরিকুল ইসলাম আরও জানান, বিষপানের পর সাদিকুরের অবস্থা আশঙ্কাজনক হলেও তার প্রেমিকা মোটামুটি সুস্থ ছিলেন। সাদিকুরকে খুলনায় নেয়ার সময় ওই নারী যশোর জেনারেল হাসপাতালে ছিলেন। পারিবারিকভাবে তাদের সম্পর্ক মেনে না নেয়ায় দুই পার্কে বসে একসঙ্গে বিষপান করেন।
খুলনার সোনাডাঙ্গা মডেল থানার এস আই সুমন হালদার জানান, যশোরের বিনোদিয়া পার্কে পরকীয়া প্রেমিক-প্রেমিকা একসঙ্গে বিষপান করেছিলেন। খুলনার মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার প্রেমিক সাদিকুর রহমানের মৃত্যু হয়েছে। তার প্রেমিকা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
খুলনার সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, শনিবার দুপুরের ময়নাতদন্ত শেষে সাদিকুর রহমানের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, বিনোদিয়া পার্কে প্রেমিক-প্রেমিকার বিষপানের ঘটনাটি সত্য। প্রেমিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে শুনেছেন।