Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে হৈমন্তিক কবিতা উৎসব ও গুণিজন সম্মাননা

এখন সময়: রবিবার, ১৬ নভেম্বর , ২০২৫, ০৩:০৩:৪০ পিএম

 

কেশবপুর  প্রতিনিধি : কেশবপুর ‘এসো মন ভূবনে, সত্য সুন্দর কল্যাণে’ স্লোগানে হৈমন্তিক কবিতা উৎসব ও গুণিজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থা সমাধান মিলনায়তনে বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস) ওই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রায় অর্ধশত কবি স্বরচিত কবিতা আবৃত্তি করেন। এ ছাড়া সাহিত্যে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাসাসেস প্রবর্তিত তিন ব্যক্তিকে ‘বঙ্গভূষণ খেতাব’ ও চার ব্যক্তিকে ‘মহাকবি মধুসূদন পুরস্কার-২০২৫’ প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সাহিত্য সেবা সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি ও নাট্যকার মুহম্মদ শফির সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন কেশবপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা। প্রধান অতিথির বক্তব্য দেন চিত্রশিল্পী ও কবি পলাশউদ্দিন খলিফা। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন। অধ্যাপক তাপস মজুমদার ও মানব মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কবি ও শিশুসাহিত্যিক আনোয়ারুল ইসলাম, লেখক ও গবেষক অধ্যাপক বিভূতিভূষণ মন্ডল, কবি ও কথাসাহিত্যিক জাহীদ ইকবাল এবং নাট্যকার বিশ্বজিৎ ঘোষ।

বঙ্গভূষণ খেতাব প্রাপ্তরা হলেন অবলাকান্ত মজুমদার (মরণোত্তর) (সাহিত্যে সাংগঠনিক দক্ষতা), প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান (দর্শন-বিজ্ঞান) ও পলাশউদ্দিন খলিফা (বাংলা মিনিয়েচার রীতি)। মহাকবি মধুসূদন পুরস্কার প্রাপ্তরা হলেন আনোয়ারুল ইসলাম (কবিতা), বিভূতিভূষণ মন্ডল (প্রবন্ধ-গবেষণা), জাহীদ ইকবাল (সাহিত্যে সামগ্রিক অবদান) ও বিশ্বজিৎ ঘোষ (নাটক)। অনুষ্ঠানের অতিথিরা সম্মাননা প্রাপ্ত গুণিজনদের ফুল, ক্রেস্ট, উত্তরীয় ও সার্টিফিকেট প্রদান করেন। প্রয়াত অবলাকান্ত মজুমদারের পক্ষে  মরণোত্তর পদক গ্রহণ করেন তার ভাগ্নে কবি ও সংগীতজ্ঞ অলোক বসু বাপী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)