Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒প্রধান শিক্ষকসহ দুইজনের বিরুদ্ধে মামলা

যশোরে মাদ্রাসার ছাত্রকে মারপিট করে হাত ভেঙে দেয়ার অভিযোগ

এখন সময়: রবিবার, ১৬ নভেম্বর , ২০২৫, ০৩:০৩:৪০ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোরের তানজিমুল প্রি-হিফয মাদ্রাসার এক ছাত্রকে মারপিট করে হাত ভেঙে দেয়ার অভিযোগে প্রধান শিক্ষকসহ দুইজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শুক্রবার শহরের নাজির শংকরপুর এলাকার রাসেল আহম্মেদ বাদী হয়ে এ মামলা করেছেন।

আসামিরা হলো, শংকরপুর চোপদারপাড়ার শেখ জালাল উদ্দিনের ছেলে মাদ্রাসার শিক্ষক আবদুস সামী ও মাদ্রাসার প্রধান শিক্ষক সাইফুল।

মামলার অভিযোগে জানা গেছে, রাসেল আহমেদের ছেলে রাইয়ান শহরের রেলগেট তেঁতুলতলা এলাকার তানজিমুল উম্মা প্রি-হিফয মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। আসামি আব্দুস সামী হিংস প্রকৃতির লোক। কিছুদিন আগে তিনি মাদ্রাসার কয়েকজন ছাত্রকে মারপিট করে গুরুতর আহত করে। এ ঘটনায় প্রধান শিক্ষক কোন ব্যবস্থা নেননি। গত ১২ নভেম্বর সকালে আসামি সামী ক্লাস চলাকালে রাইয়ানকে ডেকে নিয়ে আছাড় দিয়ে মেঝেতে ফেলে দেয়। এরপর তাকে তার রুমে নিয়ে হাত বেঁধে র‌্যাকেট দিয়ে পিটিয়ে জখম করে। দুই ঘন্টা পর রাইয়ানকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় তিনি থানায় মামলা করেছেন।  এ ঘটনায় শিক্ষক আবদুস সামীকে পুলিশ শুক্রবার আটক করে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)