নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের হাটবিলা গ্রামের স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে মা ছেলের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে এ মামলা করেছেন। আসামিরা হলো, হাটবিলা গ্রামের নাজমুল ইসলামের স্ত্রী সালামা বেগম ও তার ছেলে রাজ। পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোরী স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে।
মামলার অভিযোগে জানা গেছে, ওই ছাত্রী স্কুলে যাওয়া আসার পথে আসামি রাজ প্রায় তাকে উত্ত্যক্ত করত। বিষয়টি রাজের পরিবারের সদস্যদের জানালে তারা উল্টো হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। গত ৪ নভেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে চিনি কেনার উদ্দেশ্যে জনৈক হাসেম আলীর দোকানে যাচ্ছিল ওই ছাত্রী। এ সময় রাজ তাকে অপহরণ করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে ওই ছাত্রীকে উদ্ধারে ব্যর্থ হয়ে তার মা কোতয়ালি থানায় একটি অভিযোগ দেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে ওই ছাত্রীকে উদ্ধার করে গতকাল আদালতে সোপর্দ করেছে। বিচারক তার জবানবন্দি গ্রহণ করে পরিবারের জিম্মায় দেয়ার আদেশ দিয়েছে।