নিজস্ব প্রতিবেদক: যশোরে জারা উন্নয়ন সংস্থার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সিরাজসিঙ্গা তরফদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে স্থানীয়দের মেডিসিন, নিউরো, গাইনি, শিশুরোগসহ অন্তত ২শ’ জনের চিকিৎসা ও ব্লাড গ্রুপিং সেবা প্রদান করা হয়। চিকিৎসাসেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. শিমুল হোসেন ও গাইনি বিষয়ে অভিজ্ঞ ডা. মুসতাব শিরা মিম।
ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করে জিডিএল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, যশোর।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালে এমডি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামান, ম্যানেজার রেজওয়ান হোসাইনসহ কর্মকর্তাবৃন্দ।