শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন রুপান্তরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন রুপান্তরের সভাপতি মাসুম বিশ্বাস, সহ-সভাপতি সালাউদ্দিন বিশ্বাস, কোষাধ্যক্ষ নয়ন বিশ্বাস, সহ-কোষাধ্যক্ষ রাজীব হোসেন, সদস্য আলমগীর বিশ্বাস, মিহিম বিশ্বাস প্রমুখ।
বিশেষজ্ঞ ডাক্তার এজাজ আহম্মেদ রোচি রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপিং করা হয়। এ মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।