Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলেন বিএনপি প্রার্থী হাবিব

এখন সময়: শুক্রবার, ১৪ নভেম্বর , ২০২৫, ১১:২৪:১২ পিএম

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় বাড়ি বাড়ি যেয়ে ভোট চাইলেন বিএনপি প্রার্থী ও বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৬টা থেকে পবিত্র জুম্মা নামাজের পূর্ব পর্যন্ত প্রায় টানা সাত ঘন্টা তিনি কলারোয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি যেয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান। ঘরের ছেলে হিসেবে পৌরবাসীর কাছে তিনি সকল সময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। গণসংযোগকালে তিনি সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আকতারুল ইসলামের গদখালি গ্রামের বাসভবনে যান। পরে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব কলারোয়া মডেল জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদের মুসল্লিদের সাথে তিনি কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন ও শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, বিএনপি নেতা এম এ রব শাহিন, সাবেক ইউপি চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, পাবলিক ইনস্টিটিউটের সভাপতি অ্যাড. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক বিএনপি নেতা আখলাকুর রহমান শেলী, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ, সদস্য সচিব তৌফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খোকন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুসা কারিমুল্লা, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন, শ্রমিক দল অহিদুজ্জামান অহিদ, জাকির হোসেন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)