অভয়নগর (যশোর) প্রতিনিধি: অভয়নগরে আল আমিন (৩৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। আল আমিন বাগেরহাট জেলার রামপাল উপজেলার কুমড়াখালী গ্রামের খলিল হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি খুলনার খালিশপুর বাস্তহারা এলাকায় বসবাস করেন।
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় বাথরুমের ফিটিংস চুরির সময় আল আমিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে চুরিকৃত সামগ্রী উদ্ধার করা হয়। এ সময় পরিষদে উপস্থিত জনতা তাকে গণপিটুনি দিলে পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা এগিয়ে এসে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক বলেন, চুরি করার সময় আটক আল আমিনকে অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।