Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে ৭শ’ জন পেল ফ্রি চিকিৎসাসেবা

এখন সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর , ২০২৫, ০৩:৪৫:৩৭ পিএম

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি: অভয়নগরে অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য শরীফ হজ গ্রুপের চেয়ারম্যান মাওলানা আশেক এলাহীর পৃষ্ঠপোষকতায় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। নওয়াপাড়া ডক্টর’স ক্লাবের উদ্যোগে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে প্রায় ৭শ’ জন চিকিৎসাসেবা গ্রহণ করেন। রোগীদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও অনেকে চিকিৎসা নিতে আসেন। সুষ্ঠুভাবে ক্যাম্প পরিচালনা ও রোগী ব্যবস্থাপনায় প্রধান স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন নাইমুল হাসান জনি।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মোশাররফ হোসেন, ডা. আয়ুব আলী, ডা. ফেরদৌস হোসেন শান্ত, ডা. জিএম গালিব হাসান, ডা. ফামিদা ফাইজা, ডা. শেখ সাদিয়া সুমাইয়া, ডা. রূপকথা ব্যার্নাজী, ডা. তাসনিম মাইশা নৈরিতা। আয়োজকদের মতে, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায় সহায়তা করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

ক্যাম্পে চিকিৎসা নিতে আসা শাহীনপাড়া এলাকার সোহাগ হোসেন বলেন, ‘বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়া তাদের জন্য বিরল সুযোগ। অনেক মানুষের আর্থিক সামর্থ্য নেই হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়ার। এ ধরনের ক্যাম্প তাদের কষ্ট অনেকটাই কমিয়ে দেয়।’

ক্যাম্প পরিচালনার প্রধান স্বেচ্ছাসেবক নাইমুল হাসান জনি বলেন, ‘প্রতিটি রোগীকে সুশৃঙ্খলভাবে সেবা দেয়া ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু চিকিৎসকদের আন্তরিকতা ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় পুরো কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।’

পৃষ্ঠপোষক শরীফ হজ গ্রুপের চেয়ারম্যান আলহাজ হাফেজ মাওলানা আশেক এলাহী বলেন, মানুষের কল্যাণের জন্য এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের উদ্দেশ্য। স্বাস্থ্যসেবায় সবাইকে এগিয়ে আসতে হবে’

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)