অভয়নগর (যশোর) প্রতিনিধি: অভয়নগরে নাজমুন্নাহার তা’লিমুল কোরআন মাদ্রাসায় হেফজ সবক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার বাঘাবাড়ি মোড় সংলগ্ন মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা এইচ এম খালিদ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইহইয়াউল উলুম আল ইসলামীয়া উলামানগর মাদ্রাসার মোহতামিম মাওলানা মাসুম বিল্লাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইহইয়াউল উলুম আল ইসলামীয়া উলামানগর মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি ইসমাঈল হুসাইন রহমানী।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নাজমুল হক খোকন, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মুদাচ্ছের হোসেন, আব্দুল জব্বার, মাওলানা বেলাল হুসাইনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।