Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আলমডাঙ্গার ক্রীড়া, শিক্ষা ও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত সাঈদ হিরণ

এখন সময়: বুধবার, ১৯ নভেম্বর , ২০২৫, ০৯:৫৮:৫১ এম

রুনু খন্দকার, আলমডাঙ্গা: আলমডাঙ্গা  সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক সাঈদ হিরণ শুধু একজন শিক্ষক নন, তিনি এক অনন্য ব্যক্তিত্ব, যিনি ক্রীড়া, শিল্প, মানবতা ও পরিবেশ সব ক্ষেত্রেই অবদান রেখে চলেছেন। তার তত্বাবধানে  কলেজের ক্রীড়া বিভাগ এক নতুন মাত্রায় পৌঁছেছে।

আলমডাঙ্গার সুপরিচিত নাম স্বয়ম্ভর ক্রীড়াকুঠীকে এগিয়ে নিতে স্যার পথপ্রদর্শক হিসেবে কাজ করে আসছেন সেই শুরু থেকেই। বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে বিকেএসপি একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান। সেই ধারার একজন নিবেদিতপ্রাণ ক্রীড়াবিদ ও প্রশিক্ষক হিসেবে সাঈদ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তাঁর তত্ত্বাবধানে আলমডাঙ্গা বক্সিং এ স্বর্ণপদক জয় করেছে। তরুণ খেলোয়াড়দের শারীরিক ও মানসিক বিকাশে তাঁর ভূমিকা বিশেষভাবে প্রশংসনীয়।

শিক্ষার্থীদের নিয়মিত শারীরিক অনুশীলন ও স্বাস্থ্যসচেতনতার প্রতি তিনি বিশেষ জোর দেন। তাঁর নির্দেশনায় কলেজে এখন একটি সক্রিয় ও প্রাণবন্ত ক্রীড়া সংস্কৃতি গড়ে উঠেছে।

শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষক শ্রদ্ধেয় সাঈদ হিরণ ক্রীড়ার পাশাপাশি চিত্রাঙ্কন শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকান্ডে সমান আগ্রহী। তিনি বিশ্বাস করেন, একজন শিক্ষার্থীর সম্পূর্ণ বিকাশের জন্য শরীর, মন ও সৃজনশীলতার সমন্বয় জরুরি। তাঁর উদ্যোগে শিক্ষার্থীদের নিয়মিত চিত্রাঙ্কন, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সামাজিক কার্যক্রমে অংশ নিতে দেখেছি।

মানবাধিকার ও বন্যপ্রাণী সংরক্ষণে সক্রিয় সাঈদ স্যার মানবাধিকার রক্ষা, বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশ সচেতনতায় নিজেকে নিবেদিত রেখেছেন। বিভিন্ন সময় তিনি শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ, সচেতনতামূলক র?্যালি ও ক্যাম্পেইন পরিচালনা করেছেন। তাঁর এমন মানবিক উদ্যোগ কলেজের শিক্ষার্থীদের সমাজসেবার চেতনায় অনুপ্রাণিত করছে।

একজন শিক্ষক হিসেবে সাঈদ স্যার শুধু নিজ পেশাতেই সীমাবদ্ধ নন, তিনি শিখিয়েছেন কিভাবে জীবনকে ভালোবাসতে হয়, কিভাবে সমাজের প্রতি দায়িত্বশীল হতে হয়। তাঁর অনুপ্রেণায় গড়ে উঠছে এক নতুন প্রজন্ম, যারা একদিন দেশকে আরও উঁচু শিখরে নিয়ে যাবে।

 

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)