মাগুরা প্রতিনিধি : মাগুরায় সংগীত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে গুণিজন সম্মাননা ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সারেগামাপা সংগীত নিকেতন। রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অর্পিতা দে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস। বিশেষ অতিথি জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদের আহবায়ক আ.ন.ম সিরাজ উদ্দীন মিহির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাট্য অভিনেতা শফিকুল ইসলাম শফিক। সভাপতিত্ব করেন সারেগামাপা সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক বিপুল কুমার পাল ।
মাগুরার সংস্কৃতিতে অগ্রণী ভূমিকা পালন করার জন্য অতিথিসহ ৬ জনকে উত্তরীয় এবং সম্মাননা স্মারক প্রদান করেন সারেগামাপা সংগীত নিকেতন মাগুরার প্রতিষ্ঠাতা পরিচালক বিপুল কুমার পাল।
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৫০ শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সব শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।