Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরা  জেলা ১ম বিভাগ ফুটবল লিগে মুসলিম স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

এখন সময়: সোমবার, ২৭ অক্টোবর , ২০২৫, ১২:১৭:৫৩ পিএম

মাগুরা প্রতিনিধি  : মাগুরা জেলা ১ম বিভাগ ফুটবল লিগের ফাইনাল খেলায় মুসলিম স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। আজ শনিবার বিকেলে মাগুরা জেলা স্টেডিয়ামে ফাইনাল খেলায়  মুসলিম স্পোর্টিং ক্লাব ৪-১ গোলের ব্যবধানে জিয়া স্মৃতি সংসদকে পরাজিত করে লিগে চ্যাম্পিয়ন হয়েছে।

তুমুল উত্তেজনাপূর্ণ এ খেলায়  প্রথমার্ধে ও দ্বিতীয় আর্ধে উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণ চালাতে থাকে। খেলায় মুসলিম স্পোর্টিং ক্লাবের বিদেশী নাইজেরিয়ান খেলোয়াড় কামারা  একাই ৪ টি করে দলকে বিজয় করে। অপর দিকে, জিয়া স্মৃতি সংসদ একাদশের পক্ষে একটি গোল করে মুরসালিন। নির্ধারিত খেলা শেষে মুসলিম স্পোর্টিং ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো: ওবায়দুর রহমান প্রধান অতিথি থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম,  পুলিশ সুপার মিনা মাহমুদা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য মোঃ ইকবাল হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেপুটি  চেয়ারম্যান ও সদস্য মোঃ জাকির হোসেন চৌধুরী, জেলা বিএনপি’র আহ্বায়ক আলী আহমদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুগ্ম সিনিয়র সম্পাদক  আক্তার হোসেন, মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের  সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন ও সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী উপস্থিত ছিলেন।

ফুটবল লীগে ম্যান অফ দা ম্যাচ মুসলিম স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়  বাপ্পি, একই দলের খেলোয়াড় বিষ্ণু সেরা গোলদাতা ও  সেরা খেলোয়াড় কৃষ্ণ  ক্রেস্ট অর্জন করে। অনুষ্ঠানে ফুটবলে বিশেষ অবদান রাখার জন্য  মাগুরার কৃতি সন্তান  জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় অর্পিতা দত্ত, রিয়া, উম্মে কুলসুম ও মিশু রানী কে ডিএফএর পক্ষ থেকে  সম্মাননা দেওয়া হয়।

মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এ লীগের আয়োজন করে। মাসব্যাপী এলীগে জেলার ১৭ টি ফুটবল দল  অংশ নেয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)